Spam Calls: বিশ্বে বিরক্তিকর স্প্যাম কলে চতুর্থ ভারত, জেনে নিন প্রথম তিনে কারা
Spam Calls report: দেশের সাম্প্রতিক চিত্র বলছে, নিত্যদিন স্প্যাম কল বা টেক্সট বার্তা পান দেশবাসী। যেখানে টেলি মার্কেটিং কলে কেউ আপনাকে বিমা, ক্রেডিট কার্ড বিক্রির চেষ্টা করেন।
Spam Or Scam: দেশে বেড়েই চলেছে স্প্যাম কলের মাত্রা। বিশ্বের স্প্যাম কলের সূচক বলছে, এই মুহূর্তে বিরক্তিকর বা ভুয়ো কলের তালিকায় চার নম্বরে রয়েছে ভারতের নাম। জানেন প্রথম তিনে রয়েছে কোন-কোন দেশ।
Spam Calls report: দেশের সাম্প্রতিক চিত্র বলছে, নিত্যদিন স্প্যাম কল বা টেক্সট বার্তা পান দেশবাসী। যেখানে টেলি মার্কেটিং কলে কেউ আপনাকে বিমা, ক্রেডিট কার্ড বিক্রির চেষ্টা করেন। অজানা কল এখন ভারতবাসীর প্রতিদিনের সঙ্গী। স্মার্টফোনে রোজ এই অভিজ্ঞতার সাক্ষী থাকি আমরা কেউ না কেউ। Truecaller-এর রিপোর্ট বলছে, স্প্যাম কল ও বিরক্তিকর মেসেজের মাধ্যমে প্রভাবিত দেশগুলির মধ্যে নাম রয়েছে ভারতের।
Spam Calls report: রিপোর্ট অনুসারে, 2021 সালে স্প্যাম কলের মাধ্যমে প্রভাবিত শীর্ষ দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত৷ এটা দেখে অবাক হওয়ার কিছু নেই যে ভারতে সব স্প্যামের সিংহভাগ 93.5% ছিল সেল বা টেলিমার্কেটিং কল৷ রিপোর্ট আরও বলছে, চলতি বছর ভারতে মাত্র একজন স্প্যামার 202 মিলিয়নেরও বেশি স্প্যাম কল করেছে। হিসেব করলে দাঁড়ায়, প্রতিদিন ওই স্প্যামার 6,64,000 কল ও প্রতি ঘণ্টায় 27,000 কল করেছে।
Truecaller's annual Global Spam Report বলছে, ভারতে প্রতি মাসে গড়ে কোনও ব্যক্তি 16.8 স্প্যাম কল পেয়েছেন। Truecaller-এর ডেটা জানাচ্ছে, কেবল অক্টোবরের মধ্যে ইউজাররা মাসে 3.8 বিলিয়নের বেশি কল পেয়েছেন।এই সব কলই বেশিরভাগ সেলস ও মার্কেটিং থেকে করা হয়েছে। সেই ক্ষেত্রে ফিন্যান্সিয়াল কলের সংখ্যা কম।
রিপোর্টে আরও বলা হয়েছে যে, চলতি বছর ভারতে স্প্যাম কলগুলির সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। সেই কারণে বিশ্বে স্প্যাম প্রভাবিত ২০টি দেশের তালিকায় নবম থেকে সরাসরি চতুর্থ স্থানে চলে এসেছে ভারত। ব্রাজিল এখনও রয়েছে সবার ওপরে। সেখানে মাসে 33টি স্প্যাম কল পেয়ে থাকেন গ্রাহক। এই নিয়ে টানা চার বছরে এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। স্প্যাম কলের দ্বিতীয় স্থানে নাম রয়েছে পেরুর। প্রতি মাসে এই দেশে ইউজাররা 18টির বেশি বিরক্তিকর কল পান। তিন নম্বরে নাম রয়েছে ইউক্রেনের।
Spam Or Scam: তবে শুধু স্প্যাম কল নয়, বিরক্তিকর কলের তালিকায় রয়েছে স্ক্যাম কলও। এর মধ্যে সবথেকে বেশি স্ক্যাম কল হয় KYC (Know Your Customer) scam। যেখানে KYC আপডেটের নামে গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়া চেষ্টা করেন প্রতারকরা।