Gaming Focused Earphone: গেমারদের ক্ষেত্রে গেম খেলার জন্য খুবই প্রয়োজনীয় ভাল মানে ইয়ারফোন (Earphone)। আর তাই গেমারদের কথা মাথায় রেখেই ভারতে লঞ্চ হয়েছে নতুন গেমিং ফোকাসড (Gaming Focused) ট্রু ওয়্যারলেস (TWS Earphone) ইয়ারফোন Truke BTG Alpha। গেমিং ইয়ারফোন শুনেই চমকে যাবেন না, কারণ এর দাম কিন্তু অন্যান্য গেমিং ফোকাসড ইয়ারফোনের তুলনায় অনেকটাই কম। জানা গিয়েছে, এই ইয়ারফোনের আসল দাম ১২৯৯ টাকা। তবে তা বর্তমানে পাওয়া যাচ্ছে (লঞ্চ প্রাইস) ৮৯৯ টাকায়। ফ্লিপকার্ট থেকে Truke BTG Alpha ইয়ারফোন কেনা যাবে। ৮৯৯ টাকার পরেও এই ইয়ারফোনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অফার। এইসব ছাড় প্রযোজ্য হলে এই গেমিং ইয়ারফোনের দাম আরও কমবে।


Truke BTG Alpha গেমিং ইয়ারফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ইয়ারফোনে রয়েছে 40ms ultra low latency ফিচার। গেম খেলার ক্ষেত্রে এই ফিচার যথেষ্ট গুরুত্বপূর্ণ।

  • এই গেমিং ইয়ারফোনে ইউএসবি টাইপ- সি চার্জিং ফিচার, একটি ট্রান্সপারেন্ট লিড, রঙিন ডিজাইনের চার্জিং কেস এইসব বৈশিষ্ট্য রয়েছে।

  • AAC Bluetooth codec support রয়েছে এই গেমিং ইয়ারফোন। বলা হচ্ছে, Boult Audio, Boat, pTron, Blaupunkt- এই চারটি সংস্থার ইয়ারফোনের সঙ্গে ব্যাপকভাবে পাল্লা দেবে Truke BTG Alpha ইয়ারফোন।

  • Truke BTG Alpha ইয়ারফোনের ডিজাইন যথেষ্ট ইউনিক অর্থাৎ অন্য রকমের। চার্জিং কেসে ট্রান্সপারেন্ট ঢাকনার সঙ্গে রয়েছে seven RBG LED। রঙিন এই এফেক্ট দেখতেও বেশ ভাল লাগে।

  • এই ইয়ারফোনের 40ms low-latency mode গেমিংয়ের সময় সাউন্ড ডিলে বা ইউজারের দেরিতে শব্দ শুনতে পাওয়ার সমস্যা দূর করে। অনেক গেমিং ইয়ারফোনের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। তার ফলে গেমিং এক্সপিরিয়েন্স খারাপ হয় ইউজারদের।

  • টাচ কন্ট্রোল ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট বা সিরি- র সাপোর্ট। একবার চার্জ দিলে ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে এই ইয়ারফোনে। ১০ ঘণ্টা চার্জ থাকবে ইয়ারপিসে। আর বাকি ৩৮ ঘণ্টা চার্জ পাওয়া যাবে চার্জিং কেসে। সব মিলিয়ে মোট ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে। ফাস্ট চার্জিং ফিচারের নিরিখে ৫ মিনিট চার্জ দিলে ১০০ মিনিট প্লেব্যাক টাইম পাওয়া যায়।


আরও পড়ুন- কোন রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪? কত স্টোরেজ থাকতে পারে, দেখে নিন