নয়া দিল্লি: সম্প্রতি টুইটার (Twitter) কিনেছিলেন বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। অধিগ্রহণের পর খরচ কমাতে এবার আরও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। টুইটার ইনকর্পোরেটেডের প্রায় ৩৭০০ জন কর্মীকে আগামী দিনে ছাঁটাই করতে পারেন ইলন, এমনটাই খবর। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসও একটি প্রতিবেদনে জানিয়েছিল, নভেম্বরের গোড়া থেকে ছাঁটাইয়ের পথে যেতে পারেন মাস্ক। তখন অবশ্য এই খবর অস্বীকার করেছিলেন মাস্ক। ৬০ দিন অর্থাৎ ২ মাসের বেতন-সহ ওই কর্মীদের ছাঁটাই করা হবে বলে শোনা যায়।                                      


সম্প্রতি ট্যুইটার হাতে নিয়েই এর যাচাইকরণ প্রক্রিয়া পুরো বদলে ফেলার কথা বলেছেন ট্যুইটারের সিইও। তবে এতে কী পরিবর্তন করা হবে এমনকী টাকার বিষয়ে কোনও তথ্য দেননি তিনি। মাস্ক ছাঁটাইয়ের কথা অস্বীকার করলেও, ট্যুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল এবং আইন ও নীতি বিভাগের প্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করা হয়েছে। পরে এই দুই প্রাক্তন ট্যুইটার কর্তাই তাদের প্রোফাইল থেকে 'ওয়ার্কিং অ্যাট ট্য়ুইটার' সরিয়ে দিয়েছেন। চাকরি ছাঁটাইয়ের পাশাপাশি ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাস্ক 'ওয়ার্ক ফ্রম এনিপ্লেস'-এর নিয়মও পাল্টাতে চান।                      


আরও পড়ুন, সেপ্টেম্বরে একধাক্কায় ২৬.৮৫ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ


আগে এই সংস্থার কর্মীরা ‘এনিহ্যোয়ার পলিসি’ বা যেখান থেকে খুশি কাজ করতে পারতেন। কিন্তু এই নিয়মে পরিবর্তন আসতে চলছে। এর পর থেকে অফিসে এসেই সকলকে কাজ করতে হবে বলে পরিকল্পনা করেছেন মাস্ক। এমনকী সপ্তাহে সাত দিন ১২ ঘণ্টার শিফটে কাজ করার জন্য বলা হয়েছে। কর্মচারীদের ‘ওভারটাইম বেতন অথবা কম সময় অথবা কাজের নিরাপত্তা’ সম্পর্কে কোনও আলোচনা ছাড়াই অতিরিক্ত ঘন্টা কাজ করতে বলা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও ইলন মাস্ক এবং টুইটারের তরফে সরকারি কোনও মন্তব্য আসেনি।           


এদিকে, ট্যুইটারে 'ব্লু ভেরিফিকেশন টিক মার্ক' (Twitter Blue Checkmark) এবার থেকে কিনতে পারবেন ইউজাররা। তার জন্য খরচ লাগবে মাসে ৮ ডলার। মঙ্গলবার ট্যুইট করে একথাই ঘোষণা করেছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের নতুন কর্ণধার ইলন মাস্ক (Elon Mask)। ট্যুইটারের ব্লু ভেরিফিকেশন টিক মার্ক (Twitter Blue Mark) যে টাকা দিয়ে কেনা যাবে একথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল। তবে কত টাকা খরচ হতে পারে তা সঠিকভাবে জানা যাচ্ছিল না। এবার সেই টাকার পরিমাণ ট্যুইট করে জানিয়ে দিয়েছেন খোদ ট্যুইটারের নতুন মালিক।