Upcoming Smartphones: জুন মাসে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে? দেখে নিন তালিকা

Smartphones: ভিভো সংস্থার এই ফোল্ডেবল ফোন আগামী ৬ জুন লঞ্চ হতে চলেছে ভারতে। এর আগে চিনে এই ফোন লঞ্চ করেছে ভিভো সংস্থা। অন্যদিকে ওয়ানপ্লাস ১২ ফোনের একটি নতুন রঙের মডেল লঞ্চ হতে চলেছে।

Continues below advertisement

Upcoming Smartphones: জুন মাসেও এবছরের অন্যান্য মাসগুলির মতো একগুচ্ছ নতুন ফোন (Smartphones) লঞ্চ হতে চলেছে ভারতে। সেই তালিকায় কোন সংস্থা কোন মডেল রয়েছে দেখে নেওয়া যাক। মে মাসে ভারতে বেশ কয়েকটি বাজেট ফোন (Budget Phone) লঞ্চ হয়েছে। এগুলির দাম ১০ হাজার টাকার কম। সেই তালিকায় রয়েছে মোটো জি০৪এস (MOto G04s) ফোন, লাভা ইয়ুভা ৫জি (Lava Yuva 5G) ফোন। এবার দেখে নেওয়া যাক জুন মাসে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

Continues below advertisement

ভিভো ফোল্ড ৩ প্রো 

ভিভো সংস্থার এই ফোল্ডেবল ফোন আগামী ৬ জুন লঞ্চ হতে চলেছে ভারতে। এর আগে চিনে এই ফোন লঞ্চ করেছে ভিভো সংস্থা। ভিভো ফোল্ড ৩ প্রো ফোনে থাকতে চলেছে ৮.০৩ ইঞ্চির মেন ডিসপ্লে এবং ৬.৫৩ ইঞ্চির সেকেন্ডারি বা কভার ডিসপ্লে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে। এছাড়া রয়েছে ৫৭০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। ভিভো ফোল্ড ৩ প্রো ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্সের সাহায্যে। 

ওয়ানপ্লাস ১২ গ্লেসিয়ার হোয়াইট 

ওয়ানপ্লাস ১২ ফোন ভারতে আগেই লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হতে চলেছে তারই একটি নতুন রঙের মডেল। হিমবাহের মতো ধবধবে সাদা রঙে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১২ ফোন। এই মডেলের নাম গ্লেসিয়ার হোয়াইট। ওয়ানপ্লাস ১২ ফোনের নতুন গ্লেসিয়ার হোয়াইট ভ্যারিয়েন্টে আগের মডেলের মতোই থাকবে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি একটি LTPO AMOLED ডিসপ্লে হতে চলেছে। এছাড়াও ট্রিপল রেয়রা ক্যামেরা ইউনিট থাকবে ওয়ানপ্লাস ১২ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসরের সঙ্গে থাকবে একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। এছাড়াও ওয়ানপ্লাসের এই ফোনে থাকবে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে ওয়ানপ্লাস ফোনের গ্লেসিয়ার হোয়াইট ভ্যারিয়েন্ট।  

ভারতে প্রথমবার সিনেম্যাটিক ভিশনের ফোন লঞ্চ করতে চলেছে শাওমি 

দেশে লঞ্চ হবে প্রথম শাওমি সিভি ফোন। ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ সিভি মডেল। এই ফোন আগামী ১২ জুন লঞ্চ হবে ভারতে। আর শাওমি ১৪ সিভি ফোন আসলে চিনে লঞ্চ হওয়া শাওমি সিভি ৪ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। 

ভারতে আসতে চলেছে Honor ২০০ সিরিজ 

আগামী ১২ জুন Honor ২০০ সিরিজ লঞ্চ হবে গ্লোবাল মার্কেটে। ওইদিন প্যারিসে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে। অনুমান একই দিনে ভারতেও লঞ্চ হবে Honor ২০০ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ভ্যানিলা মডেল Honor ২০০ এবং Honor ২০০ প্রো- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। কিছু সূত্র মারফত শোনা যাচ্ছে শুধু Honor ২০০ ফোনও ভারতে লঞ্চ হতে পারে। যদিও Honor সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।

ওপ্পো এফ২৭ প্রো- এই ফোনও লঞ্চ হতে ভারতে। জুন মাসের মাঝামাঝি সময়ে কিংবা শেষের দিকে ওপ্পো সংস্থার এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াট্রা রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে এই ফোন চিনে লঞ্চ হওয়া ওপ্পো সংস্থার কোনও একটি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে নতুন নাম নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। 

এছাড়াও রেডমি ১২ সিরিজের সাকসেসর হিসেবে রেডমি ১৩ সিরিজও এই জুন মাসেই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। বিশদে কিছু জানা যায়নি এই স্মার্টফোন সিরিজ সম্পর্কে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার, কী কী সুবিধা পাবেন ইউজাররা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola