WhatsApp Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messeging App) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইউজারদের সুবিধায় প্রায়ই হোয়াটসঅ্যাপে নতুন ফিচার লঞ্চ হয়। জানা গিয়েছে, এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার (WhatsApp Favourites Chat Filters)। হোয়াটসঅ্যাপের সব মাধ্যমে 'চ্যাট ফিল্টার' (WhatsApp Chat Filters) ফিচার আগেই চালু হয়েছে। এবার আসতে চলেছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo জানিয়েছে ইউজারদের অভিজ্ঞতা যাতে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আরও ভাল হয় তাই জন্য চালু হতে চলেছে নতুন ফিচার। একজন ইউজারের হোয়াটসঅ্যাপে থাকা 'ফেভারিট চ্যাট'- এর ক্ষেত্রে আসছে ফিল্টার অপশন। এর ফলে পছন্দের যেসব ইউজারের সঙ্গে আপনি চ্যাট করতে চান তাঁদের সহজেই খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপে। সূত্রের খবর, এখন এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। খুব তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষার জন্য সেইসব ইউজারদের কাছে এই ফিচারের পরিষেবা পৌঁছে যাবে যাঁরা ইতিমধ্যেই গুগল প্লে বিটা প্রোগ্রামে নিজেদের নাম রেজিস্টার করেছেন।
আপাতত হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার অপশনে যুক্ত রয়েছে আনরেড, গ্রুপ এবং অল- এই তিনটি বিভাগ। নতুন 'ফেভারিটস চ্যাট ফিল্টার' চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ইউজাররা সহজেই অ্যাপের মধ্যে তাঁদের ফেভারিট চ্যাটগুলি খুঁজে পাবেন। এর পাশাপাশি শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি ফিচার কাজ করছে। ওই ফিচারের সাহায্যে নির্দিষ্ট চ্যাটের মধ্যে না পড়া মেসেজগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। এছাড়াও আসতে চলেছে গ্রুপ ফিল্টার অপশন। এই ফিচার নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে আনরেড বা না পড়া মেসেজ খুঁজে বের করতে সুবিধা দেবে ইউজারদের।
হোয়াটসঅ্যাপের ফেভারিটস চ্যাট ফিল্টার
হোয়াটসঅ্যাপের এই ফেভারিটস চ্যাট ফিল্টার দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৪.১২.৭ ভার্সানে। এই ফিচারের সাহায্যে একজন ইউজার তাঁর হোয়াটসঅ্যাপে থাকা সেই সমস্ত চ্যাট বা ব্যক্তিকে আলাদা করতে পারবেন যাঁদের সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়। এরপর সেইসব চ্যাটকে যুক্ত করা যাবে 'ফেভারিটিস' চ্যাট ফিল্টার অপশনে। এর ফলে হোয়াটসঅ্যাপে থাকা সমস্ত কনট্যাক্টের মধ্যে থেকে রোজের প্রয়োজনীয় কনট্যাক্টগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। ফলে তাঁদের অভিজ্ঞতাও ভাল হবে।
আরও পড়ুন- চিনে লঞ্চ হওয়া ফোন নতুন করে ভারতে আনতে চলেছে ওপ্পো, তালিকায় কোন কোন মডেল?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।