Vivo Smartphone: ভিভো টি২ সিরিজের (Vivo T2 Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সম্ভবত সেপ্টেম্বর মাসেই। চিনের সংস্থা ভিভো এবার ভারতে লঞ্চ করতে পারে ভিভো টি২ প্রো (Vivo T2 Pro) ফোন। তবে এই ফোন কবে লঞ্চ হতে পারে দেশে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। সূত্রের খবর, ভিভো টি২ প্রো ফোনে থ্রিডি কার্ভড ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ভিভো টি২ সিরিজের দুটো ফোন ভিভো টি২ ৫জি এবং ভিভো টি২এক্স ৫জি- ভারতে লঞ্চ হয়েছিল এবছর এপ্রিল মাসে।
ভিভো টি২ প্রো ফোনের সম্ভাব্য ক্যামেরা ফিচার ও স্পেসিফিকেশন
ভিভো টি২ প্রো ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ক্যামেরা সেনসরে থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। ৪কে ভিডিও রেকর্ডিং করতে পারবে এই ক্যামেরা সেনসর, এমনটাই শোনা যাচ্ছে। ভিভো টি২ প্রো একটি স্লিম ফোন হতে চলেছে যার থিকনেস হবে ৭.৪ মিলিমিটার।
র্যাম, স্টোরেজ এবং দাম (সম্ভাব্য)
আসন্ন ভিভো টি২ প্রো ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। এই ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ভিভো টি২ প্রো ফোনের দাম ভারতে ২৩,৯৯৯ টাকার আশপাশে হতে পারে, বেস মডেলের ক্ষেত্রে। ফ্লিপকার্ট থেকে ভিভোর এই ফোন কেনা যাবে বলে শোনা গিয়েছে।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার নতুন স্মার্টফোন
লাভা ব্লেজ ২- লাভা একটি দেশীয় সংস্থা। ভারতের এই কোম্পানি লঞ্চ করেছে লাভা ব্লেজ ২। Thunder Black, Swag Blue এবং Cool Green- এই তিনটি রঙে লাভা ব্লেজ ২ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছে যার দাম ৯৯৯৯ টাকা। কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে, কোথা থেকে কেনা যাবে, তা এখনও জানা যায়নি। লাভা ব্লেজ ২ প্রো ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। তবে এই র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। স্টোরেজ বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।