Vivo Smartphones: ভিভো সংস্থা নতুন ফোল্ডেবল ফোন (Vivo Foldable Phone) লঞ্চ করতে চলেছে। ভিভো এক্স ফোল্ড ৩ (Vivo X Fold 3) এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো- (Vivo X Fold 3 Pro) এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। এই দুই ফোনের সম্পর্কেই সম্ভাব্য বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ভিভো সংস্থার তরফে যদিও তাদের এই দুই ফোল্ডেবল ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে কবে নাগাদ এই দুই ফোন লঞ্চ হতে পারে তার একটা আন্দাজ পাওয়া গিয়েছে। ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে বলে শোনা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা যাচ্ছে যে, এই প্রথম হয়তো কোনও ফোল্ডেবল ফোনে এই প্রসেসর থাকতে চলেছে। প্রথমে ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো- এই দুই ফোন চিনে লঞ্চ হবে। তারপর হয়তো আত্মপ্রকাশ করবে বিশ্বের অন্যান্য দেশ এবং ভারতেও। তবে সেই প্রসঙ্গে ভিভো সংস্থা এখন কিছু জানায়নি। ভিভোর এই দুই ফোল্ডেবল সম্পর্কে কয়েকটি পোস্টার প্রকাশ্য এসেছে। সেখান থেকেই এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। 


ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন 


প্রকাশ্যে আসা পোস্টার থেকে দেখা গিয়েছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। অন্যদিকে বেস মডেল অর্থাৎ ভিভো এক্স ফোল্ড ৩ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর থাকতে পারে। ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজের ফোন দু'টি IPX8 রেটিং যুক্ত স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলের ঝাপটায় সহজে এই ফোন নষ্ট হবে না। ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো- এই দুই ফোনে ভিভো সংস্থার নিজস্ব V3 imaging chips থাকতে পারে। এছাড়াও এই দুই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাপোর্টে। 


ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো- এই দুই ফোনে ৮.০৩ ইঞ্চির Samsung E7 AMOLED প্রাইমারি ডিসপ্লে থাকার কথা রয়েছে। এছাড়াও আউটার স্ক্রিন হতে পারে ৬.৫৩ ইঞ্চির। সিকিউরিটি ফিচার হিসেবে এই দুই ফোনের আউটার এবং ইনার ডিসপ্লেতে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনা রয়েছে। 


ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজের দুই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর যা আলট্রা ওয়াইড লেন্স যুক্ত এবং ৬৪ মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ শুটার থাকতে পারে। এই তিনটি ক্যামেরা সেনসরেই অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো - এই দুই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- আসছে মোটোরোলা 'এজ' সিরিজের নতুন ফোন, কোন মডেল লঞ্চ হবে? রইল সম্ভাব্য ফিচার