WhatsApp Problem: সুবিধার পাশাপাশি এবার সমস্যা তৈরি করতে পারে আপনার হোয়াটসঅ্যাপ। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ থেকেই বড় আর্থিক লোকসানের মুখোমুখি হতে পারেন আপনি। হোয়াটসঅ্যাপে এখন নতুনভাবে প্রতারণা শুরু করেছে হ্যাকাররা।
Whatsapp Fraud: না বুঝেই এই ভুল করি আমরা
স্মার্টফোন আজ আমাদের সকলের প্রয়োজনে পরিণত হয়েছে। প্রত্যেকের স্মার্টফোনে অবশ্যই ইন্টারনেট ও কিছু ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ রয়েছে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আপনিও যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে এখনই আপনাকে সাবধান হতে হবে। আসলে, হ্যাকাররা এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা লুঠের নতুন ফাঁদ তৈরি করেছে। জেনে নিন, কী সেই ফাঁদ।
WhatsApp Problem: জিআইএফ-এ লুকিয়ে প্রতারণার ফাঁদ
এতদিন পর্যন্ত আমরা জানতাম, হ্যাকাররা গ্রাহকদের মোবাইল ফোন হ্যাক করার জন্য ফিশিং লিঙ্ক পাঠায়, যাতে ক্লিক করলে তার অ্যাকাউন্ট (মোবাইল) হ্যাক হয়ে যায়। কিন্তু এখন হ্যাকাররা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদলে গিয়েছে। তারা মোবাইল ফোন হ্যাক করার জিআইএফ কৌশল তৈরি করেছে। এর মাধ্যমে আপনার অজান্তেই হ্যাকাররা সহজেই গ্রাহকের ফোনে প্রবেশ করছে।
Whatsapp Fraud: আসলে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাপের বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন হন না। তারা সব সেটিংস চালু রাখেন। হ্যাকাররা এর সুযোগ নিয়ে আপনার টাকা কেড়ে নেয়। আপনি যদি হোয়াটসঅ্যাপেও এই সেটিং চালু করে থাকেন, তাহলে অবিলম্বে এটি বন্ধ করুন। হ্যাকাররা এখন জিআইএফের মাধ্যমে মানুষকে তাদের ফাঁদে ফেলছে। আগে যেখানে হ্যাকাররা মানুষকে ফিশিং মেসেজ পাঠাত, এখন হ্যাকাররা জিআইএফের মাধ্যমে মানুষের মোবাইল ফোনে প্রবেশ করছে। হ্যাকাররা জিআইএফ ইমেজে ফিশিং লিঙ্ক বসিয়ে দিচ্ছে, যাতে আপনার মোবাইল ফোনে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোন হ্যাক হয়ে যায়। এর নাম দেওয়া হয়েছে GIFShell।
WhatsApp Problem: হ্যাকিং কীভাবে ঘটছে ?
হোয়াটসঅ্যাপে বহু ব্যবহারকারী 'অটো মিডিয়া ডাউনলোড' ফিচার চালু রাখেন। এ কারণে সামনে থেকে তাদের কাছে যা-ই বার্তা পাঠানো হয়, তা স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যায়। এই পরিস্থিতিতে হ্যাকাররা যদি আপনাকে জিআইএফ পাঠায়, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়। এর কারণে হ্যাকাররা আপনার মোবাইল ফোনে অ্যাক্সেস পায়। হ্যাকাররা নতুন প্রযুক্তির মাধ্যমে হ্যাকিং চালিয়ে যাচ্ছে । মানুষ এই বিষয়ে সচেতন নয়। এটি এড়াতে হোয়াটসঅ্যাপের সেটিংসে যান ও অটো মিডিয়া ডাউনলোড অপশনটি বন্ধ করুন। আপনি স্টোরেজ ও ডেটার অধীনে এই বিকল্পটি পাবেন।