Whatsapp Avatar: হোয়াটসঅ্যাপেও ফেসবুকের মতো ‘অবতার’ (Whatsapp Avatar) হাজির হবে বলে আগেই শোনা গিয়েছিল। এবার জানা গিয়েছে যে, ফেসবুকের মতো Bitmoji অবতার- এর ফিচার এবার চালু হয়েছে হোয়াটসঅ্যাপেও। সূত্রের খবর, এই বিশেষ ফিচারের রোল আউট শুরু হয়েছে নির্দিষ্ট ইউজারদের ক্ষেত্রে। অ্যান্ড্রয়েড ডিভাইস সাম্প্রতিক বিটা আপডেট ২.২২.২৩.৯- এর ক্ষেত্রে চালু হয়েছে অবতার ফিচার। প্রথমে এই ফিচার চালু হয়েছে ফেসবুকের নিউজ ফিড এবং মেসেঞ্জার অ্যাপে। এরপর ২০২০ সালে অবতার স্টিকার উপলব্ধ হয় ফেসবুক পোস্টের কমেন্ট বিভাগেও। তারপর যুক্ত হয় ফেসবুক স্টোরিতে। সম্প্রতি আবার মেটা কর্তৃপক্ষ লঞ্চ করেছে Meta 3D Avatar, যা আগের থেকেও দেখতে অনেক ভাল ও স্পষ্ট।


ফেসবুকের পর ইনস্টাগ্রামেও চালু হয়েছিল মেটা-র তৈরি করা এই অবতার ফিচার। খালি এতদিন মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপেই এই ফিচার ছিল না। এবার সেখানেও নির্দিষ্ট স্তরে ‘অবতার’ ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে শোনা গিয়েছে। অনুমান, দ্রুত এই ফিচার সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য উপলব্ধ হবে। যদিও এই প্রসঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিছুই ঘোষণা করেনি।


অ্যাপেলের মিমোজি (Memoji)-র সঙ্গে মিল রয়েছে মেটা-র Bitmoji Avatar- এর। এখানে ইউজাররা নিজেদের ‘অবতার’ তৈরি করতে পারবেন। তারপর বানাতে পারবেন একসেট স্টিকার। সেগুলো অন্যান্য ইউজারদের পাঠানোও যাবে। একজন ইউজার যেভাবে নিজেদের লুক সেট করবে সেভাবেই তৈরি হবে এইসব অবতার। হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপে এই ফিচার চালু হওয়া নিঃসন্দেহে উল্লেখ্য ঘটনা। আপাতত অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নির্দিষ্ট সংখ্যকের কাছে উপলব্ধ হয়েছে এই ফিচার। আইওএস ভার্সানে বা সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কবে এই ‘অবতার’ ফিচার চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান, সকলের জন্য এই ফিচার উপলব্ধ হতে আর হয়তো বেশি দেরি নেই। সাধারণ বিটা টেস্টিং শুরুর কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই জনসাধারনের জন্য সেই ফিচা উপলব্ধ হয়। সেই নিরিখেই অনুমান করা হচ্ছে যে হয়তো হোয়াটসঅ্যাপের সমস্ত মাধ্যম এবং ভার্সানে এই ‘অবতার’ ফিচার চালু হতে আর বেশি দেরি নেই।


জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ এবং তার চেয়ে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেসব স্মার্টফোনে থাকবে সেখানেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। অন্যান্য অ্যান্ড্রয়েড ভার্সানে ২৪ অক্টোবর থেকে আর কাজ করবে না এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। 


আরও পড়ুন- কেবিসির নাম দিয়ে প্রতারণা, হোয়াটসঅ্যাপে এই ভুল করলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট