Xiaomi 13 Pro: ভারতে আগামী ২৬ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ফোন। এই ফ্ল্যাগশিপ ফোন চিনে আগেই লঞ্চ হয়েছে। এর সঙ্গে লঞ্চ হয়েছিল ভ্যানিলা মডেল শাওমি ১৩ (Xiaomi 13)। দুটো ফোনেই রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। সম্প্রতি জানা গিয়েছে, ভারতে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চের পর কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। অফলাইনে কোথাও এই ফোন পাওয়া যাবে কিনা তা এখনও জানা যায়নি। ভারতে শাওমি ১৩ প্রো ফোনের দাম কত হতে পারে তাও জানা যায়নি।


শাওমি ১৩ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার



  • এই ফোনে একটি ৬.৭৩ ইঞ্চির 2K OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ডিসেপ্লের উপর Dolby Vision এবং HDR10+ সাপোর্ট থাকতে পারে। 

  • এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত থাকতে পারে।

  • শাওমি ১৩ প্রো ফোনে Leica ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের 1-inch Sony IMX989 প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • শাওমির এই ফোনে একটি ৪৮২০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোন একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। 

  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.৩ এবং এনএফসি সাপোর্ট থাকতে পারে। 


Oppo Find N2 Flip: ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। চিনে আগেই লঞ্চ হয়েছিল ওপ্পো সংস্থার এই ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন। গতবছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে এই ফোন চিনে লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। জানা গিয়েছে, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম। আর রয়েছে Hasselblad ব্র্যান্ডের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে রয়েছে ৪৩০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে এই ফোন পরিচালিত হবে। 


আরও পড়ুন- গ্লোবাল মার্কেটে হাজির ওপ্পোর ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন, একঝলকে দেখে নিন বিভিন্ন ফিচার