Smart TV: ভারতে নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে চিনের সংস্থা শাওমি (Xiaomi Smart TV)। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে শাওমি স্মার্ট টিভি ৫এ প্রো (Xiaomi Smart TV 5A Pro)। ৩২ ইঞ্চির ডিসপ্লে (32 Inch Display) সাইজ নিয়ে লঞ্চ হয়েছে শাওমির এই স্মার্ট টিভি। এর আগে এপ্রিল মাসের শুরুর দিকে লঞ্চ হয়েছিল শাওমি স্মার্ট টিভি ৫এ। তারই আপগ্রেডেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে শাওমি স্মার্ট টিভি ৫এ প্রো মডেল। শাওমির নতুন স্মার্ট টিভিতে রয়েছে PatchWall 4 সাপোর্ট। এর সাহায্যেই পরিচালিত হবে টিভি। এছাড়াও জানা গিয়েছে, এই স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড টিভি ১১ অপারেটিং সিস্টেমের সাপোর্ট রয়েছে। শাওমি স্মার্ট টিভি ৫এ প্রো ৩২ ইঞ্চির মডেলে DTS-X এবং Dolby Audio সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি শাওমির নিজস্ব Vivid Picture Engine রয়েছে এই স্মার্ট টিভিতে। একটি quad-core Cortex-A55 CPU শাওমি স্মার্ট টিভি ৫এ প্রো ডিভাইসে। ১.৫ জিবি র‍্যাম এবং ৮ জিবি স্টোরেজ রয়েছে এই স্মার্ট টিভিতে।


শাওমির এই স্মার্ট টিভির ভারতে দাম, অফার এবং উপলব্ধতা


৩২ ইঞ্চির শাওমি স্মার্ট টিভি ৫এ প্রো মডেলের দাম দেশে মাত্র ১৬,৯৯৯ টাকা। অর্থাৎ একটা উন্নত মানের স্মার্টফোনের দামেই এবার পাওয়া যাচ্ছে শাওমির স্মার্ট টিভি। Mi.com, Mi Home stores- এর পাশাপাশি অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে এই স্মার্ট টিভি। বিভিন্ন অফলাইন রিটেলার থেকেও শাওমির নতুন টিভি কেনা যাবে। একটিই মাত্র রঙে, কালো রঙে লঞ্চ হয়েছে শাওমির এই স্মার্ট টিভি। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে Mi.com থেকে শাওমির এই স্মার্ট টিভি কিনলে ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর আগে শাওমি স্মার্ট টিভি ৫এ ৩২ ইঞ্চির মডেল লঞ্চ হয়েছিল। সেই স্মার্ট টিভির দাম ছিল ১৫,৪৯৯ টাকা।


শাওমি স্মার্ট টিভি ৫এ প্রো মডেলের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ১। Android TV 11 উপর নির্ভরশীল PatchWall 4- এর সাহায্যে পরিচালিত হবে এই স্মার্ট টিবি। এখানে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের এইচডি ডিসপ্লে।

  • ২। এই স্মার্ট টিভিতে ব্লুটুথ ভি৫.০ এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও রয়েছে দুটো স্পিকার যার সাহায্যে মোট ২৪ ওয়াটের অডিও আউটপুট পাওয়া যায়।

  • ৩। শাওমির নতুন স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরনের ডিভাইস থেকেই স্ক্রিন চালানো সম্ভব। গুগল অ্যাসিসট্যান্ট ফিচার রয়েছে এই স্মার্ট টিভিতে। গুগল প্লে স্টোরের সাপোর্টও রয়েছে এই স্মার্ট টিভিতে।


আরও পড়ুন- ভারতে হাজির নয়েজের নতুন স্মার্টওয়াচ, একবার চার্জে ৭দিন পর্যন্ত থাকবে ব্যাটারি