Xiaomi Smartphones: সিনেম্যাটিক ভিশনের ফোন প্রথমবার ভারতে লঞ্চ করতে চলেছে শাওমি সংস্থা। লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ Civi ফোন। জানা গিয়েছে, এই ফোন চিনে লঞ্চ হওয়া শাওমি Civi ৪ প্রো ফোনের rebadged ভার্সান হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে শাওমি ১৪ Civi ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। এই ফোনের দাম ভারতে কত হতে পারে তার আভাসও পাওয়া গিয়েছে। কোন কোন রঙে শাওমি ১৪ Civi ফোন লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গেও ইঙ্গিত পাওয়া গিয়েছে। আগামী ১২ জুন ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ Civi ফোন। Cruise Blue, Matcha Green, Shadow Black- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে শাওমির নতুন সিনেম্যাটিক ভিশনের ফোন। মেটাল ফ্রেম থাকবে এই ফোনে। এছাড়াও এই ফোন ৭.৪ মিলিমিটার পুরু হতে পারে। 


কী কী ফিচার থাকতে পারে শাওমি ১৪ Civi ফোনে 



  • একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এটি একটি AMOLED স্ক্রিন হতে চলেছে। 

  • শাওমির এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকতে চলেছে।

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন। 

  • শাওমির এই ফোনে Leica ব্র্যান্ডের ক্যামেরা ফিচার থাকতে চলেছে। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে শাওমি ১৪ Civi ফোনে। 

  • এছাড়াও এই ফোনে ডুয়াল ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে বলে জানা গিয়েছে। 

  • শাওমির এই ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


ভারতে শাওমি ১৪ Civi ফোনের দাম কত হতে পারে 


শাওমির এই ফোন ভারতে মাঝামাঝি রেঞ্জের প্রিমিয়াম মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে বলে শোনা যাচ্ছে। সেই সঙ্গে আভাস পাওয়া গিয়েছে শাওমির এই সিনেম্যাটিক ভিশনের ফোনের দাম ৫০ হাজার টাকার কম থেকেই শুরু হবে। ম্যাট ফিনিশের ছোঁয়া থাকবে এই ফোনে। এর পাশাপাশি ডুয়াল টোনের faux leather এবং গ্লসি ফিনিশ- এই দুই অপশনও থাকতে চলেছে। 


আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি জিটি ৬ ফোন, অবশেষে প্রকাশ্যে লঞ্চের দিনক্ষণ 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।