YouTube Down: এবার সমস্যা দেখা দিয়েছে ইউটিউবে (YouTube Down)। অ্যাপ (YouTube App) এবং ওয়েবসাইট (YouTube Website)- দু'ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হয়েছেন ইউজাররা। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে শোনা গিয়েছে ইউটিউবে সমস্যা দেখা দেওয়ার কথা। DownDetector অ্যাপের রিপোর্ট অনুসারে সোমবার ২২ জুলাই ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বাড়তে শুরু করেছে ইউটিউবের সমস্যা। প্রায় ৩টে ১৫ মিনিট পর্যন্ত বজায় ছিল ইউটিউব অ্যাপ এবং ওয়েবসাইটের এই সমস্যা। ৪৩ শতাংশ ইউজার অভিযোগ করেছিলেন ইউটিউব অ্যাপে সমস্যা হচ্ছে তাঁদের। ৩৩ শতাংশ ইউজার ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছে। আর ২৩ শতাংশ ইউজার ইউটিউব ওয়েবসাইটে সমস্যা পেয়েছেন। কী কারণে ইউটিউবে এই সমস্যা দেখা দিয়েছিল তা এখনও অজানা। ইউটিউবের সাপোর্ট পেজ কিংবা তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে এখনও কিছু জানায়নি ইউটিউব কর্তৃপক্ষ। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের অনুমান, হয়তো খুব সামান্যই সমস্যা দেখা দিয়েছিল ইউটিউবে এবং তাই তা কম সময়ে মিটে গিয়েছে। যদিও ওই সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন ইউজাররা। প্রকাশ করেছেন ক্ষোভও। 


মূলত ইউটিউবে ভিডিও আপলোড করতে গিয়েই বেশি সমস্যা দেখা গিয়েছে। কারও ক্ষেত্রে বার্তা এসেছে যে ভিডিও আপলোডই হয়নি। কেউ বা বার্তা পেয়েছেন ভিডিও দেখা যাচ্ছে না। এই নিয়ে এক্স মাধ্যমে ক্ষোভ প্রকাশও করেছেন ইউজারদের একাংশ। তবে ইউটিউবের এই সমস্যা খুব বেশি সংখ্যক ইউজারকে সমস্যায় ফেলেনি বলেই মনে হচ্ছে। দেশেও কম জায়গাতেই ইউটিউবের এই সমস্যা লক্ষ্য করেছেন ইউজাররা। প্রসঙ্গত উল্লেখ্য এটাই প্রথম নয়। ইউটিউবে সমস্যা এর আগেও দেখা গিয়েছে। তবে পরিসংখ্যানের নিরিখে অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় ইউটিউবে ইউজাররা কম সময়েই সমস্যার সম্মুখীন হন। 


কয়েকদিন আগেই মাইক্রোসফটের সমস্যার ক্রোনে শোরগোল পড়ে গিয়েছিল বিশ্বজুড়ে। সেই রেশ কাটার আগেই এবার সমস্যা দেখা দিল ইউটিউবে। DownDetector- এর রিপোর্ট অনুসারে দিল্লি, কলকাতা, মুম্বই ও বেঙ্গালুরু- ভারতের এই চার মেট্রোপলিটান শহরে ইউজাররা ইউটিউবের অ্যাপ এবং ওয়েবসাইটে সমস্যার সম্মুখীন হয়েছেন। যদিও এই ঘটনা প্রসঙ্গে ইউটিউবের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে ইউটিউবের এই সমস্যার আসল কারণ ঠিক কী তা জানা যায়নি। 


আরও পড়ুন- বিএসএনএল- এর ২০০ টাকার কমে রিচার্জ প্ল্যান, গ্রাহকদের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।