Tech News: ইউটিউব দেখতে গেলে এবার আর এই বিষয়টি পাবন না। আগের বৈশিষ্ট্য় বদলে দিচ্ছে গুগলের এই কোম্পানি। আপাতত পরীক্ষামূলকভাবে চলছে এই নতুন বৈশিষ্ট্য ।

  


Youtube Update: বর্তমানে গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। আজকাল ইউটিউব কেবল মানুষকে গুরুত্বপূর্ণ তথ্যই দিচ্ছে না বরং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।  সময়ে সময়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভাল করতে Google তার প্ল্যাটফর্মে অনেক আপডেট নিয়ে আসে। সম্প্রতি অ্যাপটি এরকমই আরও একটি আপডেট আনতে চলেছে।


Tech News: এটি নতুন আপডেট হবে
সবাই নিশ্চয়ই কোনও না কোনও সময়ে ইউটিউবে ভিডিও দেখেছেন। আপনি যখন একটি YouTube ভিডিও দেখেন,তখন ভিডিওটির 'প্রগ্রেস বার'টি লাল রঙে দেখা যায়। প্রগ্রেস বারে লাল রঙ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটিও সেই অনুযায়ী কভার হয়ে যায়। অর্থাৎ আপনি ভিডিওর যত বেশি অংশ দেখবেন,'প্রগ্রেস বার'টি লাল হয়ে যাবে। একই সময়ে ভিডিওটির যে অংশটি আরও লোড হচ্ছে তা সাদা রঙে আমাদের কাছে দেখা যাবে। এবার  এই বারে পরিবর্তন করতে যাচ্ছে কোম্পানি। 9 to 5 গুগলের একটি প্রতিবেদন অনুসারে,এখন ভিডিওটির 'প্রগ্রেস বার' লালের পরিবর্তে সাদা বা ধূসর রঙের হতে পারে। এখন সাদা প্রগ্রেস বারটি তখনই দেখা যায়, যখন আপনি ডিভাইসে incognito mode চালু করেন। মনে করা হচ্ছে, রাতেরবেলা ইউটিউব দেখার সময় এই নতুন ফিচার দেখতে পাবেন ব্যবহারকারী। 


Youtube Update: লাইভ প্রশ্নোত্তর
গত বছরের নভেম্বর মাসে ইউটিউব ক্রিয়েটরদের জন্য একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে, যাতে তারা লাইভে প্রশ্ন ও উত্তর করার সুবিধা পায়। এই বৈশিষ্ট্যটির সাহায্যে ক্রিয়েটররা লাইভ থাকাকালীন দর্শকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইউটিউব জানিয়েছে, এই বৈশিষ্ট্যটি কনটেন্ট ক্রিয়েটরদের মানুষের সঙ্গে সংযোগ করতে ও রিয়েল টাইমে প্রশ্নের উত্তর দিতে সাহায্য় করবে। শুধু প্রশ্নোত্তর নয়, ক্রিয়েটররা চাইলে লাইভ পোল প্রশ্নও রাখতে পারেন।


Tech News:  এই বৈশিষ্ট্যের জন্য পরীক্ষাও চলছে
প্রগ্রেস বার ছাড়াও, ইউটিউব কিউ নামে একটি বৈশিষ্ট্যও পরীক্ষা করছে। এই বৈশিষ্ট্যটি চালু হওয়ার পরে ব্যবহারকারীরা 'কিউ' তালিকায় যেকোনও ভিডিও যুক্ত করতে বা ভিডিও লিস্ট এডিট করতে সক্ষম হবেন। YouTube 'কিউ' কার্যকারিতা ইতিমধ্যেই ওয়েবে রয়েছে। এটি ব্যবহারকারীদের YouTube Music-এ একটি কাস্টম প্লেলিস্ট তৈরি করতে সাহায্য করে। তবে এই সুবিধা কেবল প্রাইম মেম্বারদের জন্য দেওয়া হয়েছে।


আরও পড়ুন: FD Rates: ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল এই দুই ব্যাঙ্ক,পাবেন আরও বেশি টাকা