প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : সামনেই ত্রিপুরায় (tripura Assembly Election) ৬০ আসনে বিধানসভা নির্বাচন। ৪৮ টি আসনে প্রর্থী ঘোষণা করল বিজেপি (BJP)। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Ex Chief Minister Bipbal Deb) এবার নির্বাচনে লড়ছেন না। তাঁর আসন বনমালীপুর (Banamalipur) থেকে এবার নির্বাচনে লড়বেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য (Rajib Bhattacharya)। এদিকে, ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আগরতলা (Agartala) আসন থেকে লড়বেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন (Sudip Ray Burman)। প্রসঙ্গত, ইতিমধ্যে ত্রিপুরার একাধিক জায়গায় প্রার্থী নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।


গত বছর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। এরপর তাঁকে রাজ্যসভায় (Rajya Sabha) পাঠায় বিজেপি। তাঁর জায়গায় আপাতত ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর পদে মানিক সাহা (Manik Saha)। কদিন আগে যার মন্তব্য ঘিরে শোরগোল পড়েছিল ত্রিপুরার রাজ্য রাজনীতিতে। দক্ষিণ ত্রিপুরার কাকরাবনের বিজেপির জন-বিশ্বাস ‍র‍্যালিতে তিনি বলেছিলেন, বিজেপি গঙ্গার মতো! ডুব দিলে সব পাপ ধুয়ে যাবে! ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাম নেতাদের বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা লেনিন, স্তালিনের আদর্শে বিশ্বাসী, তাঁদের বলছি বিজেপিতে যোগ দিন। বিজেপি গঙ্গার মতো। ডুব দিলে আপনাদের সব পাপ ধুয়ে যাবে! স্বাভাবিকভাবেই এই মন্তব্যকে কেন্দ্র করে দানা বেধেছে বিতর্ক। মুখ্যমন্ত্রীর মানিক সাহার এই মন্তব্যের কড়া সমালোচনা করে সিপিএম।


সিপিএম-কংগ্রেসের আসন সমঝোতা


ত্রিপুরায় প্রশ্নে সিপিএম-কংগ্রেসের সর্বাত্মক আসন সমঝোতা হয়েছে। ত্রিপুরা বিধানসভায় কি হবে, বাম-কংগ্রেসের ফ্রেন্ডলি ফাইট? ঘোরাফেরা করছে এই প্রশ্নই। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ১৩টি আসন কংগ্রেস এবং ১টি আসন নির্দলের জন্য ছেড়ে রেখে বাকিগুলিতে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। শনিবার ১৭ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস, প্রশ্ন উঠছে তাহলে কি ৪ টি আসনে হবে 'বন্ধুত্বপূর্ণ লড়াই'? এদিকে, এই চাপানউতোরের মধ্যেই এদিন ফের ত্রিপুরার এককশক্তিতে লড়াইয়ের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, 'আমার বলতে দ্বিধা নেই যে তৃণমূল দলের বিস্তৃতি দেরিতে শুরু হয়েছে
মূলত আমি সাধারণ সম্পাদক হওয়ার পর। আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছি এবং এটা অন্তত বলতে পারছি যে, আমাদেরও ভেতরে আগুন আছে আপনারা সমর্থন করুন এবং ভোটের রেজাল্ট পর বেরোনোর পর দেখা গেছে ত্রিপুরাতে আমরা জিরো থেকে এইট পার্সেন্ট এসেছি। আমরা একক শক্তিতে লড়ব'।


প্রসঙ্গত, শুক্রবার, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন, বিধায়ক মবস্বর আলি। তাঁর পুরনো কেন্দ্র কৈলাসহর থেকে প্রার্থী করেছে বিজেপি। এখনও পর্যন্ত, ত্রিপুরার ৫৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ও তাঁর শরিক দলগুলো।


আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর চিকিৎসক পরিচিতি ভুলতে বলেছিলেন মানুষ, ৭ মাস পর নিজেহাতে সফল অস্ত্রোপচার করলেন মানিক