প্রসেনজিৎ, আগরতলা: ত্রিপুরার (Tripura) আগরতলায় (Agartala) হারল বিজেপি (BJP), জয়ী হল কংগ্রেস (Congress)। টাউন বড়দোয়ালি কেন্দ্রে জিতলেন ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। আগরতলা কেন্দ্রে জয়ী কংগ্রেসের সুদীপ রায় বর্মন (Sudip Royburman)। বিজেপি প্রার্থীকে ৩ হাজার ১৬৩ ভোটে হারালেন কংগ্রেসের সুদীপ। কংগ্রেসের আশিস সাহাকে হারালেন ৬ হাজার ১০৬ ভোটে। ত্রিপুরার যুবরাজনগর ও সুরমাতেও এগিয়ে বিজেপি।
আজ ত্রিপুরার ৪টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা হল। প্রথমবার ভোটে দাঁড়িয়ে টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জিতলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে হারালেন ৬ হাজার ১০৪ ভোটে। আগরতলা হাতছাড়া হল বিজেপির। ৩ হাজার ১৬৩ ভোটে বিজেপি প্রার্থী অশোক সিন্হাকে হারিয়ে জয়ী হলেন কংগ্রেসের সুদীপ রায়বর্মন। গত বিধানসভা ভোটের নিরিখে ৩টি আসন ছিল বিজেপির (BJP) দখলে। একটিতে জয় পায় সিপিএম (CPM)। এবার ৪টি আসনে প্রার্থী দেওয়াতেও ভরাডুবি তৃণমূলের (TMC)।
গত ২৩ জুন ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে উপ নির্বাচন হয়। আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগর, ৪ কেন্দ্রে সকাল ৭টা ভোটগ্রহণ হয়। চারটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন দলের মোট ২২ জন প্রার্থী। মোট ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। এই চার বিধানসভার ২২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩টিকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ রবিবার ছিল তারই ভোটগণনা।
ত্রিপুরায় উপ নির্বাচনে উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালি কেন্দ্রে তিনি লড়েছেন। ২০১৮-য় বিজেপির আশিস সাহা ওই কেন্দ্রে জিতেছিলেন। এ বার তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে মানিকের প্রতিদ্বন্দ্বীতা করেন। ছিলেন তৃণমূলের সংহিতা ভট্টাচার্য। আগরতলা কেন্দ্রে আর এক পদত্যাগী বিধায়ক সুদীপ রায়বর্মন এবার কংগ্রেসের টিকিটে লড়েছেন। পাশাপাশি ছিলেন তৃণমূলের পান্না দেব এবং বিজেপির অশোক সিন্হা। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও কংগ্রেস সমর্থন করছে উপজাতি দল তিপ্রা মথাকে। অন্যদিকে, সিপিএম বিধায়ক রমেন্দ্র দেবনাথের মৃত্যুতে উপ নির্বাচন হচ্ছে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে।
আরও পড়ুন: WB By Poll 2022: ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে 'ছাপ্পা ভোটের' অভিযোগ ! কাঠগড়ায় তৃণমূল