৭টায় বাংলা (১): 'তৃণমূল, বাম, কংগ্রেস একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে’, হলদিয়ায় আক্রমণ মোদির, 'আসলে ফিক্সিং করছে তৃণমূল ও বিজেপি', পাল্টা সুজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Feb 2021 09:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
রবিবার হলদিয়ায় রাজনৈতিক সমাবেশে তৃণমূল কংগ্রেস, বাম ও কংগ্রেসকে একসঙ্গে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, 'তৃণমূল, বাম, কংগ্রেস একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে। কেরলে কংগ্রেস-বামের মধ্যে সমঝোতা হয়েছে। পর্দার পিছনে যে খেলা চলছে, সেখান থেকে সতর্ক থাকতে হবে।’ উত্তরে সৌগত রায় বলেন, 'এই বলে সিপিএমের ভোট কিনতে চাইছে বিজেপি।' অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'আসলে ম্যাচ ফিক্সিং করছে তৃণমূল ও বিজেপি। হারার ভয়ে এই সব বলছেন প্রধানমন্ত্রী।' অন্যদিকে পেট্রলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর সভা সম্প্রচার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। হলদিয়ার সভা থেকে মমতা সরকারকে 'নির্মম' বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। উত্তরে তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীকে 'নরাধম' বলে কটাক্ষ করেছেন।