এক্সপ্লোর
৭টায় বাংলা (২): রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের তথ্য তলব রাজ্যপালের, একাধিক ইস্যুতে অধীরের নেতৃত্বে মিছিল কংগ্রেসের
কালনায় তৃণমূলের স্লোগান 'বিকৃতি', ২ বিজেপি কর্মী গ্রেফতার। সংঘাতের মধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের তথ্য তলব রাজ্যপালের। সমালোচনায় সরব তৃণমূল। যুবমোর্চার পর এবার পথে কংগ্রেস। "দিদি আর মোদির মাঝে মানুষের দুরবস্থার কথা কেউ শুনতে পাচ্ছে না," মন্তব্য অধীরের। পর্ণশ্রীতে প্রোমোটারের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। নতুন করে আর ইএমআই স্থগিতের পক্ষে নয় আরবিআই।






























