সিবিআই মামলায় অভিযুক্ত অন্য মমতা, শুভেন্দুর অভিযোগে চাঞ্চল্যকর মোড়
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগে চাঞ্চল্যকর মোড়। ‘সিবিআইয়ের মামলায় অভিযুক্ত নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের একটি মামলা অন্য এক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা নিয়ে দাবি সিবিআইয়ের, খবর সূত্রের। সূত্রের খবর, ‘২০০৮-এ কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে আয় বহির্ভূত মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ অর্থাৎ, চার্জশিটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন শুভেন্দু। তথ্য গোপনের অভিযোগে মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছেন শুভেন্দু। মনোনয়নের সময় হলফনামায় মমতা তথ্য গোপন করেছেন বলে অভিযোগ শুভেন্দুর। হলফনামায় মমতার বিরুদ্ধে ৬টি মামলা গোপন করা হয়েছে বলে তাঁর অভিযোগ।






























