এক্সপ্লোর
সমন দিতে শ্রদ্ধা কপূরের বাড়িতে এনসিবি
মাদক মামলায় এবার দীপিকা পাড়ুকোনকে সমন। দীপিকা ছাড়াও সারা আলি খান, শ্রদ্ধা কপূরকেও সমন করা হয়েছে। সমন পৌঁছে দিতে শ্রদ্ধার বাড়িতে যান এনসিবির অফিসাররা। শনিবার হাজিরার নির্দেশ শ্রদ্ধা ও সারাকে। কাল ডাকা হয়েছে শ্রুতি, রকুলপ্রীতকে।






























