আনন্দ সকাল (১): আপাতত ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে ট্রেন চালুর সম্ভাবনা, অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আত্মঘাতী জঙ্গি হামলা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপাতত ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে রাজ্যে চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। মানতে হবে সমস্তরকম করোনাবিধি। নবান্নের বৈঠকে পরিকল্পনা রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষের। চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার। ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। প্রথম ধাপে ১০ থেকে ২৫ শতাংশ ট্রেন চালানো হতে পারে। চূড়ান্ত রুপরেখা নিয়ে ফের বৃহস্পতিবার বৈঠকে বসবে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ। সোমবার নবান্নের বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। অন্যদিকে আজ বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। যেখানে ১৭ টি জেলার ৯৪ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। এই দ্বিতীয় দফা ভোটে আরজেডি প্রধান লালুপ্রসাদের দুই পুত্রের রাজনৈতিক ভাগ্য পরীক্ষা হবে। পাশাপাশি মুম্বইয়ের ধাঁচে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আত্মঘাতী জঙ্গি হামলা। অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোটো ছোটো দলে ভাগ হয়ে শহরের ৬ টি জায়গায় হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় বেশ কয়েকজনের। জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে নিহত এক পুলিশকর্মীও।