Ananda Sakal III: দলের অফিস ছেড়ে, শুভেন্দুর নতুন অফিস, সেখানে নেই ঘাস-ফুলের চিহ্নমাত্র
সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ভেন্টিলেশনে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, গভীর রাতে জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাঁর অক্সিজেনের মাত্রা খানিকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যদিকে, বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু নিয়ে তীব্র চাপানউতোর। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, মৃত্যু হয়েছে শটগানের গুলিতে। রাজ্য পুলিশের দাবি, তারা শটগান ব্যবহার করে না। এই প্রেক্ষাপটে অমিত মালব্য এবং কৈলাস বিজয়বর্গীয়র ভিডিও ট্যুইট করে পুলিশের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। Suvendu Adhikary কি ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন? এনিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। সেই সময় তাঁর বিধানসভা এলাকার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়ায় তৃণমূল কার্যালয় থেকে নিজের অফিস আলাদা করে নিলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে নতুন অফিসের বোর্ডে বিধায়ক হিসেবে শুভেন্দুর কোনও পরিচয় নেই। ছবি দিয়ে লেখা 'শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র'।






























