Ananda Sokal: ভাঙড়, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের পর হুগলিতে তৃণমূল নেতা হত্যা ! ABP Ananda Live
ABP Ananda LIVE: ২০দিনের মধ্যে ফের খুন, কোন্নগরে তৃণমূল নেতার মৃত্যু ! ভাঙড়, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের পর হুগলিতে তৃণমূল নেতা খুন ! কোন্নগরে ভর সন্ধেয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কোপ । অফিসের সামনেই গ্যাসের ডিস্ট্রিবিউটর তৃণমূল নেতা খুন । অফিস থেকে বাইক নিয়ে বেরোতেই ২ দুষ্কৃতীর হামলা: সূত্র । তৃণমূল নেতার চোখ, ঘাড়, হাতে এলোপাথাড়ি কোপ । কব্জি থেকে হাত বাদ, এসএসকেএমে আনার পরে মৃত্যু । কেন খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী? আততায়ীরা কারা?কানাইপুর পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা খুনে এখনও ধোঁয়াশা । 'খুনের পরে হাঁটতে হাঁটতেই দিল্লি রোডের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা' । কোন্নগরে তৃণমূল নেতা খুনে এমনই দাবি স্থানীয়দের ।
মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই। মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি। অভিযুক্তর তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তালিকায় ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। আরেক অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মোটরবাইকে রাখা দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। জামিন পাওয়ার পর মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রজ্ঞাকে প্রার্থী করেছিল। এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।






























