BJP News: ২৬-এর আগে পথের কাঁটা সরাতে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, অভিযোগ শুভেন্দুর

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: বারুইপুরে শুভেনদুর মিছিল, একই পথে তৃণমূলের জোড়া মঞ্চ! মিছিলের পাল্টা সভায় উত্তপ্ত বারুইপুর। শুভেনদুর বারুইপুর-অভিযানে তুলকালাম। ২৬-এর আগে পথের কাঁটা সরাতে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। অভিযোগ শুভেনদুর। বারুইপুরে তৃণমূলের বিক্ষোভের জের শুভেনদুর রোড শো-র রুট বদল। উলটো পথে এগোল মিছিল। এসপি অফিসের সামনে সভা বাতিল।
বিধানসভা ভোটের আগে মালদার চাঁচলে তৃণমূলে গৃহযুদ্ধ!
বিধানসভা ভোটের আগে মালদার চাঁচলে তৃণমূলে গৃহযুদ্ধ! দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার তাঁরই বিধানসভা এলাকার তৃণমূলের দুই ব্লক সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। দলীয় সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছেমতো দল চালানো অভইযোগ বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলকে বদনাম করার চেষ্টা করছেন দুই ব্লক সভাপতি, পাল্টা অভিযোগ বিধায়কের।তৃণমূলের ভাগ-বাঁটোয়ারার লড়াই, কটাক্ষ করেছে বিজেপি।