Chokh Bhanga 6ta: যুদ্ধের দশমদিনে ময়দানে 'ত্রিশক্তি'Iমধ্যপ্রাচ্যে হামলা চালিয়ে শান্তির বাণী আমেরিকার
Chokh Bhanga Chota : ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি। যুদ্ধে সরাসরি জড়াল আমেরিকা। ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা। ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক আমেরিকা সেনার। আমেরিকা সেনাকে যুদ্ধের আহ্ববানে শুভেচ্ছা ট্রাম্পের। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য: ট্রাম্প। 'আর কোনও সেনার পক্ষে এটা করা সম্ভব ছিল না। ইরানকে এবার যুদ্ধ শেষ করতে হবে। এখন শান্তির সময়'। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে সরাসরি জড়াল আমেরিকা। Iran-Israel News: আমেরিকার হামলার পরই পাল্টা হুঙ্কার ইরানের । বাহরিন আমেরিকার নৌবহরে হামলা চালানোর হুঁশিয়ারি তেহরানের । 'এবার দেরি না করে আমাদের প্রত্যাঘাতের পালা'। 'প্রথম পদক্ষেপ হিসেবে বাহরিন আমেরিকার নৌবহরে হামলা চালানো হবে' । 'হরমুজ প্রণালি দিয়ে আমেরিকা, ব্রিটেন ও জার্মানির জাহাজ বন্ধ করা হবে'। ইরানের সংবাদমাধ্য়মে বার্তা খামেনেই ঘনিষ্ঠ নেতার। আমেরিকার অ্যাটাকের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা মোদির। শান্তি ফেরাতে আলোচনার সওয়াল। সংঘাত প্রশমনের বার্তা প্রধানমন্ত্রীর।
All Shows






























