PM Modi: 'ছাব্বিশে আসল পরিবর্তন। পদ্ম ফুটবে...', বললেন মোদি | BJP News
ABP Ananda LIVE : তৃণমূলের একুশে সমাবেশের ৩দিন আগে ফের বঙ্গে প্রধানমন্ত্রী। আসল পরিবর্তনের ডাক। 'ছাব্বিশে আসল পরিবর্তন। পদ্ম ফুটবে...', বললেন মোদি।
'বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা' । 'জয় মা কালী, জয় মা দুর্গা' । '৫৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হয়েছে'। 'বাংলার জন্য বিজেপি বড় স্বপ্ন দেখেছে'। 'বিজেপি বিকশিত বাংলা তৈরি করতে চায়, এই প্রকল্পগুলি সেই স্বপ্ন পূরণ করবে'। 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশকে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি দিয়েছিলেন'। 'বাংলার এই মাটি প্রেরণায় পূর্ণ'। 'বাংলায় একসময় সারা দেশ থেকে মানুষ আসতেন রোজগারের জন্য'। 'এখন পুরো উল্টে গেছে, ছোট ছোট কাজের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে যুবকদের'। 'একটা সময় দুর্গাপুর, আসানসোল দেশের শিল্পে গতি দিত, এখন পুরো পাল্টে গেছে'। 'এই অবস্থা থেকে বাংলাকে বার করতে হবে'। 'বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়'। 'বাংলার শিল্পেরও নতুন টেকনোলজির প্রয়োজন'। 'দুর্গাপুর-কলকাতা গ্যাস পাইপলাইন মানুষের উন্নতি করবে'। 'বিজেপি হাজার হাজার কোটি টাকা খরচ করছে, যাতে সিএনজি দিয়ে গাড়ি চলতে পারে, কারখানার সুবিধা হয়, রোজগার বাড়বে'। বললেন মোদি।





























