এক ডজন গল্প: ভোটের দিন ঘোষণা হতেই গড়ফায় স্বাস্থ্যসাথী ক্যাম্প বন্ধ করল নির্বাচন কমিশন
ব্রিগেডের সমাবেশে অধীর চৌধুরীর উপস্থিতিতেই কংগ্রেসের উদ্দেশে বার্তা আইএসএফ-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির। মঞ্চে তিনি বলেন, ভাগীদারি করতে এসেছি। মঞ্চ থেকে নেমেও দেন কড়া বার্তা। যদিও, কংগ্রেস এতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।
ব্রিগেড থেকে জড়তাহীন জোটের বার্তা দিলেন বিমান বসু থেকে অধীর চৌধুরী। রবিবারের ব্রিগেড থেকেই বাম-কংগ্রেস-আইএসএফ জোটের নতুন নাম, সংযুক্ত মোর্চা প্রকাশ করা হয়। যদিও, জোটকে কোনও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি।
বিধানসভা নির্বাচনের মুখে ব্রিগেডের জমায়েত দেখে উচ্ছ্বসিত বাম ও কংগ্রেস নেতৃত্ব। ভোটের মুখে ব্রিগেডের জমায়েত দেখে সংযুক্ত মোর্চা যখন উচ্ছ্বসিত, তখন ব্যঙ্গের সুর তৃণমূল এবং বিজেপির গলায়।
ভোটের দিন ঘোষণা হতেই গড়ফায় স্বাস্থ্যসাথী ক্যাম্প বন্ধ করল নির্বাচন কমিশন। আগে থেকে ক্যাম্প বন্ধের খবর না থাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে কমিশন, অভিযোগ তৃণমূলের। স্বাস্থ্যসাথী নয় ভোট সাথী, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।