এক্সপ্লোর
এক ডজন গল্প : ড্রাগ তদন্তে এবার দীপিকা পাডুকোনকে ডেকে পাঠাল এনসিবি, সুশান্তের ফার্ম হাউসে যাতায়াত ছিল সারা এবং শ্রদ্ধার
ড্রাগ তদন্তে এবার দীপিকা পাডুকোনকে ডেকে পাঠাল এনসিবি। পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কপূর এবং রকুলপ্রীত সিংকেও। শুক্রবার এনসিবির সামনে হাজির হতে পারেন দীপিকা। শনিবার উপস্থিত হবেন শ্রদ্ধা ও সারা। মাদক তদন্তে উঠে এসেছে সারা আলি খান এবং শ্রদ্ধা কপূরের নাম। সুশান্ত সিংহ রাজপুতের লোনাভালার ফার্ম হাউসে এই দুই অভিনেত্রীর আসা যাওয়া ছিল বলে দাবি করেছেন সেখানকার ম্যানেজার।






























