Ghanta Khanek Sange Suman(৩০.০৬.২০২৫) পর্ব ২: অস্থায়ী কর্মী হয়েও এত দাপট? শাসকের আশ্রয়েই কি বেলাগাম মনোজিৎ
ABP Ananda LIVE: গণধর্ষণে মূল অভিযুক্ত তৃণমূলকর্মী এবং প্রাক্তন TMCP নেতা মনোজিতকে কসবার কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের সুপারিশ করে কলেজেরই পরিচালন সমিতি। যার মাথায় রয়েছেন তৃণমূলেরই বিধায়ক অশোক দেব। তবে এই ঘটনা শুধু এই একটি কলেজের নয়। কলকাতার একাধিক কলেজে রয়েছে, যেখানে স্থায়ী কিংবা অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে, TMCP-র প্রাক্তন নেতা অথবা প্রাক্তন GS-দের। সূত্রের খবর, আশুতোষ কলেজে ছাত্র সংসদের একদা দোর্দণ্ডপ্রতাপ এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা হেড ক্লার্কের চাকরি পেয়েছেন! সুরেন্দ্রনাথে কলেজে এমন ৪ জনকে নিয়োগ করা হয়েছে, যাঁদের মধ্য়ে কেউ ছিলেন তৃণমূলের ছাত্রনেতা, কেউ ছিলেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক এখন সেখানকার নন টিচিং স্টাফ। গুরুদাস কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের একদা সাধারণ সম্পাদক এখন শিক্ষাকর্মী। মণীন্দ্র কলেজে ৫ জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছে, যার মধ্য়ে দু'জন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজেও শিক্ষাকর্মীর চাকরি পেয়েছেন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। এই সমস্ত নিয়োগই হয়েছে ২০১১ সালের পর। অর্থাৎ তৃণমূলের জমানায়।
গণধর্ষণে মূল অভিযুক্ত তৃণমূলকর্মী এবং প্রাক্তন TMCP নেতা মনোজিতকে কসবার কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের সুপারিশ করে কলেজেরই পরিচালন সমিতি
শ্লীলতাহানি, ধারাল অস্ত্রের কোপ থেকে পুলিশকে মারধর। লাগাতার কুকীর্তি সত্ত্বেও শাসকের ছত্রছায়ায় বারবার সাতখুন মাফ মনোজিতের। এক-এক তৃণমূল নেতার ঝুলিতে ছ'ছটা কলেজের গভর্নিং বডি!। CCTV, মোবাইল ফুটেজ থেকে মেডিক্যাল রিপোর্ট, নির্যাতিতার অভিযোগের সঙ্গে হুবহু মিলছে তথ্যপ্রমাণ। নির্যাতিতার জন্য ইনহেলার কেনা হয় কলেজের পাশ থেকেই, এবিপি আনন্দর হাতে চাঞ্চল্যকর তথ্য। কসবাকাণ্ডে কলকাতায় বিজেপির ফ্যাক্ট-ফাইন্ডিং টিম, তীব্র আক্রমণ তৃণমূলের। কোর্টের নজরদারিতে CBI তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা, জনস্বার্থ মামলা হাইকোর্টেও। রাজ্যে ফের CBI, ৬ বছর পর সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের।
All Shows































