ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১.১২.২৫) পর্ব ২:SIR নিয়ে উত্তাল সংসদও।দাগি-তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
Ghanta Khanek Sange Suamn: ধস্তাধস্তি, স্লোগান, ব্যারিকেড ভাঙার চেষ্টা, CEO অফিসের বাইরে দিনভর তুলকালাম । '৩ দিনে সোয়া ১ কোটি ভুয়ো নাম ঢুকেছে তালিকায়,' CBI তদন্ত দাবি শুভেন্দুর।'কমিশনকে বলা হয়েছিল, ১ কোটি ভোট কেটে দাও,' সুর চড়ালেন অভিষেক। 'ডেথ সার্টিফিকেট জমা দেবেন না BLO-কে'। মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চক্রান্তের অভিযোগে কমিশনে অডিও টেপ জমা দিল CPM। SIR নিয়ে উত্তাল সংসদও, দফায়-দফায় মুলতুবি দুই কক্ষের অধিবেশন। 'নাটক করার অনেক জায়গা আছে, সংসদে ড্রামা নয়,' কটাক্ষ প্রধানমন্ত্রীর। '৪০ জনের মৃত্যু নাটক মনে হচ্ছে?' পাল্টা অভিষেক। '৩৫১২ নয়, ৭২৯৩ দাগির নাম প্রকাশ করতে হবে,' SSC-কে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
মতুয়া-সমাজের মন পেতে মরিয়া সব রাজনৈতিক দলই। বিজেপি এবং তৃণমূলের তৎপরতার মধ্য়ে পিছিয়ে নেই সিপিএম-কংগ্রেসও। আজ মতুয়া সম্প্রদায়ের কয়েকজনকে নিয়ে CEO দফতরে স্মারকলিপি দিল কংগ্রেস। SIR ইস্য়ুতে মতুয়াদের একাংশ যখন অনশনে বসেছিলেন, তখন একাধিকবার সেখানে ছুটে গিয়েছিলেন সিপিএম নেতারা।)
মতুয়া ভোটব্য়াঙ্ক নিয়ে তৃণমূল-বিজেপির মধ্য়ে টানাটানি তুঙ্গে! এরইমধ্য়ে, আজ তৃণমূলের রাজ্য়সভার সাংসদ মমতা ঠাকুরের অনুগামী, মতুয়াদের সঙ্গে এসআইআর নিয়ে মিছিলে পা মেলালেন অধীর চৌধুরী! বললেন, মতুয়াদের ভোটে তৃণমূল জেতে, বিজেপি জেতে। কিন্তু বিপদে তাঁদের পাশে কেউ দাঁড়ায় না। এনিয়ে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলছেন, এটা ইন্ডি জোটের মিছিল, না মতুয়া বাঁচানোর মিছিল, মানুষ বুঝতে পারছে না। যদিও তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের বক্তব্য়, তাঁরা কাউকে ডাকেননি। এটা রাজনৈতিক মিছিলও না। যে এসেছে, তাঁর ব্য়ক্তিগত ব্য়াপার।






























