Jukti Takko:বাঙালি আন্দোলন করবে,বাংলার তারিখটাই মনে রাখবে না', আক্রমণে শঙ্কুদেব পণ্ডা
ABP Ananda LIVE : 'প্রথমেই রবীন্দ্রনাথের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি,আজ যদি তিনি বেঁচে থাকতেন সবথেকে বেশি কষ্ট পেতেন,ওঁনার এলাকাতে ভাষা আন্দোলন নিয়ে রাজনীতি শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আদর্শ হিসেবে রেখেছেন কেষ্টকে, অনুব্রত যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন রাজ্যের পুলিশকর্তাদের। তাতে এই ভাষা আন্দোলনের পিছনে কী উদ্দেশ্য আছে, সেটা নিয়ে না বললে বাংলায় রাজনীতি করা বৃথা। বাঙালি আন্দোলন করবে, বাঙালি অশ্মিতা নিয়ে কথা বলবে, বাংলার তারিখটাই মনে রাখবে না।বাকি সব কিছু সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে ভোট। নাম নিতাই চাঁদ পাত্র,জলপাইগুড়ির ১১৭ ওয়ার্ডের BLO। মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসে বলেছেন, "তোমরা যে নাম পাঠাচ্ছো, কই আমাকে জানিয়ে পাঠাচ্ছো না, BLO যারা যারা গেছেন তাদের নাম রাখো , একজন BLO যদি... "। যুক্তি-তক্কো অনুষ্ঠানে এসে বললেন শঙ্কুদেব পণ্ডা
All Shows






























