Jukti Takko : 'বিজেপির DNA-এর মধ্যে তীব্র নারী বিতৃষ্ণা রয়েছে', আক্রমণে সুমন বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : 'বিজেপির DNA-এর মধ্যে যে সংস্কৃতি রয়েছে তাতে তীব্র নারী বিতৃষ্ণা রয়েছে। ১৯২৫ সালে RSS তৈরি হয়েছিল। সেখানকার নেতার মধ্যেও শোনা গিয়েছিল চরম নারী বিদ্বেষ। নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদিকে তরাইনের যুদ্ধের পরবর্তীকালীন হিন্দু সম্রাট বলে বিবেচনা করা হয়। এভাবে ইতিহাসকে নিয়েও ছেলেখেলা করে বিজেপি', আক্রমণে সুমন বন্দ্যোপাধ্যায়।
Jukti Takko: কুম্ভের নামে লাগাতার মিথ্যাচার হয়েছে : অনির্বাণ রায় | ABP Ananda LIVE
রাজ্যে কোনও সরস্বতী পুজো বন্ধ হয়নি। রাজনীতির সঙ্গে ধর্মকে মোলানোর বিরোধী ছিলেন সুভাষচন্দ্র । নেতাজীকে দেশবিরোধী ও হিন্দু বিরোধী বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় । মন্বন্তরের সময় প্রাসাদোপম বাড়ি বানিয়েছিলেন শ্যামাপ্রসাদ । মহাকুম্ভে পদপিষ্ট এরাজ্যের বিনোদ রুইদাসকে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি । বিভাজনের রাজনীতি রুখবে বাংলা । কুম্ভের নামে লাগাতার মিথ্যাচার হয়েছে । বিভাজনের রাজনীতি রুখবে বাংলা ।', যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে কী বললেন অনির্বাণ রায় ?
All Shows






























