নজরে ৯ চটজলদি: করোনা পরিস্থিতি পর্যালোচনায় কাল মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা পরিস্থিতি পর্যালোচনায় কাল মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক। রাজ্যে প্রচারে আসছেন না প্রধানমন্ত্রী (Narendra Modi)। হবে ভার্চুয়াল সভা। দুটি সভা না করেই দিল্লি ফিরলেন অমিত শাহ (Amit Shah)।
কেন্দ্রের ভ্যাকসিন নীতি জনবিরোধী ও বৈষম্যমূলক। মোদিকে কড়া চিঠি মমতার। কীভাবে অসংবেদনশীল পদক্ষেপ? প্রশ্ন তুলে চিঠি সোনিয়ারও। জাতীয় নীতি চায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট।
৫ মে-এর পর সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। '২ তারিখ ক্ষমতায় আসতে পারবেন তো?' মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
কমিশনের হাতে সব ক্ষমতা। তাও কেন তার ব্যবহার নয়? সার্কুলার নয়। পদক্ষেপ নেই। করোনাকালে প্রচার বন্ধ না হওয়ায় ক্ষোভপ্রকাশ হাইকোর্টের। প্রয়োজনে টি এন শেষনের ভূমিকা নেওয়ার হুঁশিয়ারি।