BJP News: তৃণমূল কংগ্রেসের পর এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। ABP Ananda Live
ABP Ananda Live: তৃণমূল কংগ্রেসের পর এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সক্ষে সাক্ষাৎ রাজ্য বিজেপির প্রতিনিধিদলের। প্রতিনিধিদলে সুকান্ত মজুমদার, অমিত মালব্য, ওম পাঠক ও শমীক ভট্টাচার্য। ১১ মার্চ বিকেল ৪ ভুয়ো ভোটারের নামের তালিকা জমা দেওয়া হবে, জানালেন সুকান্ত মজুমদার। বাংলায় ভোটার তালিকায় ১৭ লক্ষের বেশি ভুয়ো ভোটারের নাম রয়েছে, দাবি রাজ্য বিজেপির সভাপতির। 'কোথাও মিলছে না ছবি, কোথাও দুটি জায়গায় নাম', অভিযোগ বিজেপির।
'১৭ লক্ষের নাম কমিশনের কাছে জমা দেব', দাবি সুকান্ত মজুমদারের। বাংলায় ছাব্বিশের বিধানসভা ভোটে ভুয়ো ভোটার মুক্ত ভোটার তালিকার দাবি।
বাগদার তৃণমূল কর্মী, ভারত ও বাংলাদেশ, দু'দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে! নথি সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির । উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাস । বিজেপির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা । বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনি
নথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি, অভিযোগ পদ্ম শিবিরের অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তাঁরা এদেশেরই বাসিন্দা
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম। ২০১১-তে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন জয়মাল্য বাগচী। ২০২১ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি হন। সে বছরই আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসেন বিচারপতি জয়মাল্য বাগচী। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নাম সুপারিশ। ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হতে পারেন জয়মাল্য বাগচী। এদিকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের নামও সুপারিশ করেছে কলেজিয়াম।
All Shows






























