Sare 7 Tay Saradin: একদিনে আদালতে জোড়া ধাক্কা সরকারের। হিন্দোলের পাশাপাশি চক্রান্তের অভিযোগে ধৃত শিক্ষকেরও জামিন
Sae 7 Tay Saradin: একদিনে আদালতে জোড়া ধাক্কা সরকারের। যাদবপুরকাণ্ডে আফতাবের সঙ্গে তুলনা করেও হিন্দোলের জামিন। চক্রান্তের অভিযোগে ধৃত শিক্ষকেরও জামিন। ধোপে টিকল না আপত্তি, গ্রেফতারির ৩দিনেই যাদবপুরের প্রাক্তনীর জামিন। ধারা নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পুলিশ। শিক্ষক আন্দোলনেও সামরিক আইনে মামলা! অডিওকাণ্ডে বিচিত্র ধারা দিয়ে কোর্টে প্রশ্নের মুখে পুলিশ। আইসিকে আইনের বই ধরিয়ে শিক্ষককে জামিন দিলেন বিচারক। কীসের ভিত্তিতে গ্রেফতার? কার সঙ্গে শিক্ষকের কথা? কোর্টে কিছুই বলতে পারল না পুলিশ! পরীক্ষার জন্য জামিনের বিরোধিতা নয়, বিতর্কের মুখে সাফাই পুলিশের। SSC ভবন অভিযানের ডাক দিয়ে আদিসপ্তগ্রামে আটক চাকরিহারা শিক্ষক! কাকভোরে ব্যান্ডেলের বাড়িতে পুলিশ। ৮ ঘণ্টা পর ছাড়। আর জি কর আন্দোলনের বছর পেরোতেই পুলিশের সমন। বউবাজার, হেয়ার স্ট্রিট থানায় ২ আন্দোলনকারী চিকিৎসকের হাজিরা। এল অভয়ার পরিবার।
All Shows






























