Swargaram: নমুনা পরীক্ষায় আবার ফেল বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশনের
ABP Ananda LIVE: দেখুন SIR নিয়ে বিরোধিতা তৃণমূল প্রথম থেকে ই করে আসছে, এবার আর হুমকি হুঁশিয়ারিতে তা থেমে থাকল না, তৃণণূল কর্মীদেরএকেবারে সাধারণ মহিলাদের এসআইআর নিয়ে ভয় দেখানোর নির্দেশ দিলেন । তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা।ভয় BLO-দের মনেও।আরো একগুচ্ছ দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিল ভোটকর্মী ও BLO ঐক্য়মঞ্চ।
ডায়মন্ড মডেলে তৃণমূলের ক্যাম্পের জল্পনার মধ্যেই নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির চালু করে কি বার্তা দিতে চাইছেনশুভেনদু অধিকারীর,নমুনা পরীক্ষায় আবার ফেল বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশনের।ভয় উদেবেগে।জাল আর নিম্নমানের ওষুধের রমরমা কিভাবে কেড়ে নিচ্ছে রাতের ঘুম দেখাব আপনাদের।
আরও খবর....
গোটা বাঙালি জাতিকে বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমান করতে চাইছে বিজেপি। আজ নাগেরবাজারে SIR-এর প্রতিবাদ কর্মসূচি থেকে এমনই অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। ব্রাত্য় বসুর এমন অভিযোগের পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য। পানিহাটিতে প্রদীপ করের NRC-আতঙ্কে আত্মহত্য়ার অভিযোগকে সামনে রেখে আজ SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও তৃণমূল বিধায়ক ব্রাত্য় বসু এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
All Shows






























