SSC News Update: সরকারের অবস্থান না জানা পর্যন্ত চাকরিহারাদের কর্মসূচি চালানোর সিদ্ধান্ত | Teacher Protest
ABP Ananda Live: বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থানে চাকরিহারা শিক্ষকরা। সরকারের অবস্থান না জানা পর্যন্ত কর্মসূচি চালানোর সিদ্ধান্ত।
মোহনবাগান ক্লাবের ভোটে টুটু বসু, সৃঞ্জয় বসুকে সমর্থনের নির্দেশ অরূপ রায়ের। উপর মহলের নির্দেশেই সমর্থন, জানালেন হাওড়া জেলা তৃণমূল চেয়ারম্যান । ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে মধ্য হাওড়ার তৃণমূল পার্টি অফিসে বৈঠক। ‘নির্বাচনের দিন ঘোষণা হলেই প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে’। বৈঠকে নির্দেশ ক্লাব কর্মকর্তা ও সদস্যদের।
নলবনে যুবকের গলাকাটা দেহ উদ্ধার !
নলবনে যুবকের গলাকাটা দেহ! লেদার কমপ্লেক্স থানার নলবনে গলাকাটা দেহ! আনন্দপুরের বাসিন্দা রাজা মণ্ডল নামে যুবকের দেহ উদ্ধার
সম্পর্কের টানাপোড়েনেই খুন বলে সন্দেহ পুলিশের। গলার নলি কেটে খুন, একাধিক ধারালো অস্ত্রের আঘাত। পিকনিক করার জন্য ডেকে মদের আসরে খুন, সন্দেহ পুলিশের। লেদার কমপ্লেক্সের কাঁটাতলার ১ বাসিন্দার খোঁজে পুলিশ।






























