Swargaram Plus: অনুপ্রবেশকারীদের তাড়ানো হলে পেট ব্যথা কেন? বিরোধীদের কটাক্ষ অমিত শাহের
ABP Ananda LIVE: দায় দায়িত্ব দায়বদ্ধতা, এই তিনটি শব্দে এখন ঘুরপাক বঙ্গের নির্বাচনী আবহ। সীমা্ন্তে অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের, তৃণমূল যখন তা মনে করিয়ে দিচ্ছে তখন অমিত শাহ পুরো দায় ঠেললেন রাজ্য়ের দিকে। এই চাপানউতোরের মাঝে একে অপরকে লাগামহীন আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার। ফলে প্রশ্ন এখনই যদি এই পরিস্থিতি হয় এসআইআর চালু হলে কী হবে, কৌতূহল আরও রয়েছে যার কেন্দ্রে শোভন চট্টোপাধ্যায়, পদ প্রাপ্তি হল কিন্তু প্রত্যাবর্তন কবে হবে ঘাসফুলে, ছাব্বিশে শোভনে কি কোনও চমক দেবে তৃণমূল, এবং নজরে থাকবে আরও এক চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায়
খগেন মুর্মুর পর এবার রাজু বিস্ত, বিজেপি সাংসদের কনভয়ে হামলা !
খগেন মুর্মুর পর এবার রাজু বিস্ত, বিজেপি সাংসদের কনভয়ে হামলা! সুখিয়া পোখরিতে সাংসদ রাজু বিস্তের গাড়ি লক্ষ্য করে হামলা! দার্জিলিংয়ের সাংসদের কনভয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুর্গত রিম্বিক লোধামা পরিদর্শন করে দার্জিলিং ফিরছিলেন বিজেপি সাংসদ। সুখিয়া পোখরি আসতেই তাঁর কনভয়ের হামলার অভিযোগ। কারা হামলা চালিয়েছে, এখনও স্পষ্ট নয়, খতিয়ে দেখছে পুলিশ। 'কলকাতার অনুগতরা যদি মনে করেন এই আক্রমণে আমি ভয় পাব, তাহলে ভুল। আমরা ভীত নই, এই ধরণের কাপুরুষোচিত আক্রমণে আমাদের মনোবলকে আরও শক্তিশালী করে', হামলার পর সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি সাংসদ রাজু বিস্তের






























