Swargaram Plus: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দিকে দিকে বিপজ্জনক রাস্তা! প্রাণ হাতে করেই চলছে যাতায়াত
Swargaram Plus: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দিকে দিকে বিপজ্জনক রাস্তা! প্রতিদিন জীবন মুঠোয় নিয়ে করতে হচ্ছে যাতায়াত। কবে মিলবে হতশ্রী রাস্তার হাল? প্রশ্নের মুখে দেখা গেল দায় ঠেলাঠেলির খেলা পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান, কোচবিহার থেকে জলপাইগুড়ি, এবড়োখেবড়ো রাস্তা... এদিক ওদিক ছড়িয়ে বড় বড় খোয়া-পাথর! কোথাও আবার রাস্তার গর্তে বর্ষার জল জমে রীতিমতো মরণফাঁদ! যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দিকে দিকে পথ 'শ্রী' হারিয়ে 'হতশ্রী'! স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রী, সবার মুখে একই অভিযোগ। বর্ধমান শহরের বাসিন্দা সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'এটা উন্নয়নের নামে প্রহসন চলছে।' প্রতিদিনের ঝুঁকির যাতায়াত নিয়ে কেউ আবার উগরে দিচ্ছেন ক্ষোভ! জলপাইগুড়ির নিত্যযাত্রী ও বাসিন্দা মজিদুল হক বলছেন, 'রাস্তার অবস্থা খুবই খারাপ। হামেশাই দুর্ঘটনা ঘটছে।'
All Shows






























