এক্সপ্লোর
আমার সব পদক্ষেপ সংবিধান, বিশ্ববিদ্যালয়ের বিধি মেনেই, টুইটে মমতাকে খোঁচা ধনকড়ের
মুখ্যমন্ত্রীর বার্তার পরেই ফের সংঘাতের সুর। উপাচার্য-অধ্যাপকদের দেওয়া বার্তার পরেই সংঘাত। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশে ট্যুইট রাজ্যপালের। ‘বক্তব্যের নিহিত অর্থ বোঝার চেষ্টা করছি। রাজ্যপাল হিসেবে আমার সব পদক্ষেপ সংবিধান মেনে, আচার্য হিসেবে পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে।’ ট্যুইটে উল্লেখ রাজ্যপাল ধনকড়ের। ট্যুইটের পরেই বণিকসভার এক অনুষ্ঠানে ফের সরব রাজ্যপাল। বলেন, ‘কে কার থেকে বড়, প্রশ্ন তোলা হয় বিশ্ববিদ্যালয়গুলিতে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিধি থাকে। বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের ভূমিকা খুবই কম। আচার্যর ভূমিকা আরও নগন্য। শিক্ষার উন্নতির জন্য সকলকে একসঙ্গে কাজ করা উচিত।’

























