কংগ্রেস-সপা জোট গঙ্গা-যমুনার মিলন, উন্নয়নের সরস্বতী বয়ে আনবে, দাবি রাহুলের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকংগ্রেস ও সমাজবাদী পার্টির জোটকে গঙ্গা ও যমুনার মেলবন্ধন হিসেবে উল্লেখ করলেন রাহুল গাঁধী। অন্যদিকে, ‘সাইকেল’ ও ‘হাত’-এর এক হওয়াকে দুর্দান্ত হিসেবে বর্ণনা করলেন অখিলেশ যাদব।জোট বাঁধার পর রবিবার লখনউতে প্রথম যৌথ সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস সহ-সভাপতি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলেন দুজনেই।কংগ্রেস-সপা জোট প্রসঙ্গে রাহুল বলেন, এই গাঁটছড়া গঙ্গা ও যমুনার মত, যেখান থেকে উন্নয়নের সরস্বতী বয়ে আসবে।এদিন অখিলেশকে পাশে নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেস সহ-সভাপতি বলেন, আমরা একযোগে আগ্রাসন ও ভীতির রাজনীতিকে ধিক্কার জানাচ্ছি।জোটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাহুলের দাবি, ক্ষমতায় এলে এই জোট উত্তরপ্রদেশের মানুষকে আরও শক্তিশালী করবে। এই জোট প্রগতি, সমৃদ্ধি ও শান্তির পক্ষে কাজ করবে।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in