এক্সপ্লোর
Chetla: 'চা দিতে দেরি', চেতলায় দোকান মালিক ও তাঁর ছেলেকে অস্ত্রের কোপ!
চা দিতে দেরি হওয়ায় চেতলায় (Chetla) দোকান মালিক ও তাঁর ছেলেকে মার। ইট দিয়ে আঘাত, ধারাল অস্ত্রের কোপও মারা হয়। চেতলা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে।
আরও দেখুন






















