Kunal Ghosh: 'চক্রান্তকারী ও কুৎসাকারীদের মুখপাত্র হয়ে গেছেন অভয়ার মা-বাবা', আক্রমণ কুণালের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অভয়ার পরিবারকে বেলাগাম আক্রমণে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক । 'কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অভয়ার মা-বাবা?' । 'বাম-অতিবামপন্থী, তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছে' । 'মেয়ের মৃত্যুর দিন থেকে একের দিন একেক রকম কথা বলছেন' । 'চক্রান্তকারী ও কুৎসাকারীদের মুখপাত্র হয়ে গেছেন অভয়ার মা-বাবা' । 'জুনিয়র ডাক্তারদের ফান্ড কে কে পাচ্ছেন?' । 'স্বতঃস্ফূর্ত আন্দোলন হলে কেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে টাকা?' । 'ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কি অভয়ার মা-বাবাকে প্রভাবিত করছেন?' । এই সব বিষয়ও তদন্তের আওতায় আনা উচিত, দাবি কুণালের
এবার মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ
শহরে দিকে দিকে 'তাসের ঘর'। এবার মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ। বিপজ্জনকভাবে পরস্পরের দিকে হেলে জোড়া বহুতল। বিপজ্জনক বহুতলেই প্রাণ হাতে নিয়ে থাকছেন বাসিন্দারা।
দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে কড়া নিরাপত্তা। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। কর্তব্যপথে কুচকাওয়াজ শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে।



















