এক্সপ্লোর
Howrah Jute Mill Accident:ঘুসুড়িতে জুটমিলের ছাউনি ও পাঁচিল ভেঙে বিপর্যয়, ৩-৪ শ্রমিক আটকে পড়ার আশঙ্কা।ABP Ananda LIVE
হাওড়ার পরপর বির্পযয়। ফোরশোর রোডে অগ্নিকাণ্ডের পর এবার ঘুসুড়ির কালীতলায় ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল। ৩-৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। সকাল ৬টায় মর্নিং শিফট শুরু হওয়ার পরেই এই বিপর্যয়। আচমকাই ভেঙে পড়ে জুটমিলের পাঁচিল সমেত ছাউনি। ঘটনাস্থল মালিপাঁচঘড়া থানার পুলিশ।
জেলার
রবিবার উদ্বোধন হল সল্টলেকের বি সি ব্লক রেসিডন্টস অ্য়াসোসিয়েশনের দুর্গাপুজোর লোগো
আরও দেখুন


















