Morning Headlines: ভর সন্ধেয় সার্দান অ্যাভিনিউয়ে আক্রান্ত অভিনেত্রী, গাড়ির কাচ ভেঙে হামলা
ভর সন্ধেয় সার্দান অ্যাভিনিউয়ে আক্রান্ত অভিনেত্রী। গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, বচসার জেরে গাড়ির কাচ ভেঙে হামলা। আটক অভিযুক্ত।
ভরসা নেই সিটে, কলকাতা পুলিশের হাত থেকে আর জি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তও গেল সিবিআইয়ের হাতে। আজ নথি হস্তান্তরের নির্দেশ।
মেডিক্যাল বর্জ্য পাচার থেকে কোভিড মোকাবিলার টাকা নয়ছয়ের অভিযোগ। সন্দীপ-জমানার তদন্তে এবার সিবিআই। ৩ সপ্তাহে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ।
আর জি কর কাণ্ডে ফের ধাক্কা রাজ্যের। ৪ দিনেই সিটের হাত থেকে তদন্তে সিবিআই। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সন্দীপ। রায়ের কপি আনতে বললেন বিচারপতি।
অপরাধ ধামাচাপা দিতেই তড়িঘড়ি নির্যাতিতার দেহ দাহ। তত্ত্বাবধানে তৃণমূল বিধায়ক থেকে কলকাতা পুলিশের কর্তারা। বিস্ফোরক শুভেন্দু। পরিচিত হিসেবে দায়িত্ব পালন করেছি, দাবি নির্মলের।



















