Agnimitra Paul:'আমরা চাই CBI তদন্ত হোক', মহুয়া মৈত্রেকে আক্রমণ অগ্নিমিত্রা পালের | ABP Ananda Live
Mahua Moitra : 'মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকপালের সিবিআই নির্দেশ', দাবি বিজেপি সাংসদের। ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ, দাবি নিশিকান্ত দুবের। 'মহুয়া মৈত্র জাতীয় সুরক্ষাকে বাজি রেখেছেন, আমার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ', দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুূবের।পাল্টা দুবের সিবিআই তদন্তের দাবি নিয়ে মুখ খুললেন মহুয়া, ১৩ হাজার কোটির আদানি কয়লা কেলেঙ্কারি নিয়ে প্রথমে এফআইআর করা উচিত সিবিআইয়ের। জাতীয় নিরাপত্তার কথাই যখন উঠছে, তখন কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কীভাবে সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলি কেনার জন্য আদানিকে ছাড়পত্র দিল? তার উত্তর দেওয়ার পর আমার জুতো গুণতে আসবেন। এক্স হ্যান্ডলে পাল্টা পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।

















