Ajit Maity: বেড়মজুরে তৃণমূল নেতা অজিত মাইতিকে লাঠি-ঝাঁটা নিয়ে তাড়া গ্রামবাসীদের। ABP Ananda Live
West Bengal News: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) পার্থ-সুজিত থাকাকালীনই বেড়মজুরে ফের তৃণমূল নেতাকে তাড়া। শুক্রবারের পর আজ, শেখ শাহজাহান (Seikh Sahajahan) ঘনিষ্ঠ শাসক নেতা অজিত মাইতিকে তাড়া মহিলাদের। বেড়মজুরে তৃণমূল নেতা অজিত মাইতিকে লাঠি-ঝাঁটা নিয়ে তাড়া গ্রামবাসীদের। গ্রামবাসীদের তাড়া খেয়ে দৌড়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে লুকোলেন তৃণমূল নেতা। আড়াই ঘণ্টা পার, এখনও অন্যের বাড়িতে আশ্রয় তৃণমূল নেতার, বাইরে বিক্ষোভ মহিলাদের। শাসক নেতার গ্রেফতারির দাবিতে বিক্ষোভ মহিলাদের পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। '২০১৯ সালে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়'। বিক্ষোভের মুখে বিস্ফোরক তৃণমূল নেতা অজিত মাইতি।দুর্নীতির দায় চাপিয়ে সিরাজউদ্দিনের সঙ্গে পচা আলুর তুলনা। শিবু, উত্তমের মতো অজিত মাইতির দায়ও ঝাড়ল তৃণমূল কংগ্রেস। সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে, অন্যায় করলে রাগের বহিঃপ্রকাশ হবেই, মন্তব্য মন্ত্রী পার্থ ভৌমিকের। ABP Ananda Live