TMC: আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুন
জয়নগরের পর আমডাঙা। এবার তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৪-৫টি তাজা বোমা। বৃহস্পতিবার ভরসন্ধেয় হাটের মধ্যে আমডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহম্মদ রূপচাঁদ মণ্ডল গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষকৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল প্রধানের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, রেকি করেই এই হামলা। মাঝেমধ্যেই হাটে যেতেন রূপচাঁদ। দুষকৃতীদের কাছে খবর ছিল, ওই দিন প্রধান হাটে আসবেন। তাই পরিকল্পনামাফিক হামলা। জনবহুল এলাকা হওয়ায় বোমা ছুড়তে ছুড়তে পালায় আততায়ীরা।প্রশ্ন উঠেছে, কী কারণে খুন হলেন তৃণমূল প্রধান? তৃণমূল সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনের পর দলের হুইপ অগ্রাহ্য করে আমডাঙার প্রধান হন রূপচাঁদ মণ্ডল। সেই সময় তাঁর বিরুদ্ধে ১০ লক্ষ টাকা দিয়ে প্রধান হওয়ার অভিযোগ তোলেন খোদ আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তবে কি শাসকদলের গোষ্ঠীকোন্দলেই প্রধানের ওপর হামলা? উঠছে প্রশ্ন। যদিও কোন্দলের কথা মানতে নারাজ তৃণমূল
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)