এক্সপ্লোর
SSC Scam: SSC দুর্নীতি মামলায় ইডি-র জালে আরও এক মিডলম্যান। Bangla news
SSC দুর্নীতি মামলায় ইডি-র হাতে আটক আরও এক মিডলম্যান। সোদপুরের ঘোলা, কেষ্টপুর-সহ এদিন ৪ জায়গায় তল্লাশি চালায় ইডি। ঘোলার নিরঞ্জন পল্লি থেকে আটক করা হয় মিডলম্যান সুব্রত মালাকারকে। ইডি সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করেননি সুব্রত। ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ওই মিডলম্যানকে আটক করা হয়। ইডি সূত্রে দাবি, প্রসন্ন রায়, প্রদীপ সিং ছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত আরও কয়েকজন মিডলম্যানের হদিশ মিলেছে। সেই সূত্রেই তল্লাশি।
জেলার
আইপ্য়াককাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসতে বিজেপিকে বিকল্প জায়গার প্রস্তাব হাইকোর্টের
আরও দেখুন




















