Arms Recovery Murshidabad: মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র সমেত গ্রেফতার পাচারকারী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র সমেত গ্রেফতার পাচারকারী । ধৃত আব্দুল জাফ্ফর জলঙ্গির বাসিন্দা । গোপন সূত্রে ডোমকল থানা ও মুর্শিদাবাদের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান । ডোমকল বাস স্ট্যান্ড থেকে পাকড়াও করা হয় ওই অস্ত্র পাচারকারীকে । ধৃতের কাছ থেকে একটি 7MM পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার । অস্ত্র-গুলি কোথা থেকে আনা হয়েছিল? কী উদ্দেশ্যে আনা হয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ
নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম BJP নেতা অরুণ হাজরার।
নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম BJP নেতা অরুণ হাজরার। তাঁকে নিয়ে আদালতে বিস্ফোরক নথি পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. তাঁর দাবি দাবি, ২০২২ সালে অরুণের নিজের হাতে লেখা চুক্তিপত্র পাওয়া গিয়েছে, যেখানে উল্লেখ রয়েছে, বিভিন্ন পদে নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয়কৃষ্ণ। বাকি টাকা সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি বলেও লেখা আছে ১০টি স্ট্যাম্প পেপারে।



















